জাপানে ৪টি ঋতু আছে । তারা বলে হারু , নাতসু ,আকি , ফুয়ু ।
এপ্রিল , মে , জুন্ মাস নিয়ে হারু (Spring )
জুলাই , আগস্ট ,সেপ্টম্বর নিয়ে নাতসু (Summer)
অক্টোবর , নভেম্বর,ডিসেম্বর নিয়ে আকি(Autumn)
জানুয়ারি,ফেব্রুয়ারি,মার্চ নিয়ে ফুয়ু (Winter)
পহেলা জানুয়ারিতে জাপানিরা জাপানিজ মন্দিরে যায় । ৫/১০ ইয়েন মন্দিরে দান করে প্রার্থনা করে । জানুয়ারি মাসে তাদের আরেকটা অনুশঠান হয় । সেটা হচ্ছে Coming of Age ceremony । ঐ বৎসরে যাদের বয়স ২০ হবে , তাদেরকে একজন এডল্ট হিসাবে গন্য করা হবে ।
No comments:
Post a Comment